রাউজানে রাবার বাগান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পুর্ব রাউজান, জঙ্গল রাউজান, পশ্চিম রাউজান, ৭নং রাউজান ইউনিয়নের মুখছড়ি, ভোমর ঢালা, পুর্ব রাউজান, চিকন ছড়া, কদলপুর, রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাইলং পাড়া, ডাক্তার ছোলা, চৌধুরী পাড়া, তলতলা,নাকাটা, মনাই পাড়া, ডিলাইট, দোচালা, চিকন ৃছড়া এলাকার পাহাড়ী এলাকায় ১৯৬৮ সালে রাউজান রাবার বাগান প্রতিষ্টা করেন । ১ হাজার ৮শত ৬৭ একর পাহাড়ী এলাকার জমিতে রাবার গাছ রোপন করা হয় । কয়েকদপে ঘুর্নিঝড়ে রাউজান রাবার বাগানের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় । দেশীয় উৎপাদিত রাবারের বাজার মুল্য কমে যাওয়ায় রাউজান রাবার বাগান বিপর্যস্ত হয়ে পড়ে। সব বাধা বিপত্তি কাটিয়ে রাউজান রাবার বাগান মাথা তুলে দাড়ায় । রাউজান রাবার বাগানে ১লাখ ৯১ হাজার ৯শত ২১ টি রাবার গাছ রয়েছে । তার মধ্যে উৎপাদনশীল রাবার গাছ হলো ৭লাখ ৩০ হাজার ৯০টি । জীবন চক্র হারারো অনুৎপদশীল রাবার গাছ রয়েছে ২ হাজার৫শত ৫৪ টি। ২০২২- ২০২৩ অর্থ বৎসরে রাউজান রাবার বাগানে রাবার উৎপদনের লক্ষ্যমাত্রা ছিল ১শত ৯৯ মেট্রিক টন । ২০২২-২০২৩ অর্থ বৎসরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাবার উৎপাদন করেন রাউজান রাবার বাগান । ২০২২- ২০২৩ অর্থ বৎসরে রাউজান রাবার বাগার রাবার উৎপাদন করেন ১শত ১ মেট্রিক টন। রাউজান রাবার বাগানের জনবলের সংখ্যা ১শত ৪৮ জন । তার মধ্যে জনবল রয়েছে স্থায়ী ও অস্থায়ী ৫০ জন । শুন্যপদ রয়েছে ৮৮ জনের । জনবল সংকট থাকার পর ও রাউজান রাবার বাগান রাবার উৎপাদনে লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে । রাউজান রাবার বাগানে জবর দখল থেকে রাবার বাগানের জমি উদ্বার করে নতুন ভাবে রাবার বাগান সৃজন করেছেন ১শত ২০ একর। রাউজান রাবার বাগানের রাঙ্গামাটি জুম নিয়ন্ত্রন বন বিভাগ থেকে ইজারা পাওয়া ১ হাজার একর জমি রয়েছে । রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা এলাকায় রাউজান রাবার বাগানের জমিতে নতুন ভাবে রাবার বাগান সৃজন কাজ চলমান রয়েছে । রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার মনাই পাড়া এলাকায় হাবিব নামের এক প্রভাবশালী ব্যক্তি রাউজান রাবার বাগানের জমি জবর দখল করে রেখেছে ।রাউজান রাবার বাগানের রাবার প্রক্রিয়াজাত করার কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, শীতের মৌসুমে প্রতিদিন গড়ে রাউজান রাবার বাগানের রাবার গাছ থেকে ৬ হাজার কেজি রাবারের খস উৎপাদন হতো। বর্তমানে প্রতিদিন ১ হাজার ৬শত থেকে ১ হাজার ৮শত কেজি রাবারের খসঁ উৎপাদন হচ্ছে । রাউজান রাবার বাগানের ম্যানেজার রুহুল আমিন বলেন, রাউজান রাবার বাগানের ৮শত একর জমি জবর দখল করা হয় । তার মধ্যে ১শত ৫৫ একর জমি জবর দখল থেকে উদ্বার করা হয়েছে ।২০২২- ২০২৩ অর্থ বৎসরে রাউজান রাবার বাগান ১শত ৯৯ মেট্রিক টন রাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয় । লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ২শত ১ মেট্রিক টন রাবার উৎপাদন করতে সক্ষম হয়েছি । জনবল সংকট নিরসন ও জবর দখলে থাকা জমি উদ্বার করে নতুন করে রাবার বাগান সৃজন করতে সক্ষম হলে রাউজান রাবার বাগানের উৎপাদন আরো বৃদ্বি হয়ে রাউজান রাবার বাগান রাবার উৎপাদনে দেশের সব রাবার বাগানের শীর্ষে অবস্থান করা সম্ভব হবে বলে আশা করেন রাউজান রাবার বাগানের ম্যানেজার রুহুল আমিন ।