হাটহাজারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে নিহত ইউনুসের দাফন সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক সন্তানের জনক নিহত প্রবাস ফেরত ইউনুসের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৫ জুন) বাদে মাগরিব নিহতের নিজ এলাকায় জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বিকালের দিকে ময়নাতদন্ত শেষে চমেক হাসপাতাল মর্গ থেকে একটি এ্যাম্বুলেন্স যোগে ইউনুসের মরহেহ তার গ্রামের বাড়ীতে আনেন স্বজনরা। সংশ্লিষ্ট ০২ নং ধলই ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে জানান, গত দুই বছর পূর্বে ইউনুস দুবাই থেকে দেশে ফিরে এসে নিজে একটি সিএনজি চালিত অটোরিকশা ক্রয় করে। সে সিএনজি অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করে আসছিলো ইউনুস। তার এমন মৃত্যুতে এলাকায শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত বুধবার উপজেলার ২নং ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আমির হোসেন প্রকাশ মুন্সি মিয়ার পুত্র সিএনজি চালক ইউনুস জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যার দিকে ঘটনার ৫ দিন পর সে মারা যায়। এদিকে ইউনুস নিহত হবার পর ওই রাতেই নিহতের বড় ভাই মাহাবুল আলম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নাম্বার ০৮। ওইদিন রবিবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী ওই এলাকার আরজেনা বাপের বাড়ীর মরহুম গোলাম হোসেনের পুত্র নজরুল ইসলাম(৪০)কে গ্রেফতার করে। এ মামলার অন্যান্য আসামীরা হলো ওই এলাকার নুর হোসেনের পুত্র শফিউল বশর(৩০) ৩.আব্দুল গনির পুত্র মোঃ ইরফান প্রকাশ শুভ(২২), ৪.মরহুম জামাল উদ্দিনের পুত্র মো.হামিম (২০), ৫.আবদুল গনির স্ত্রী মমতাজ বেগম(৩৫) , ৬ নজরুল ইসলামের স্ত্রী মুক্তা আক্তার (২৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন।