জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনার আটক ১

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজনের হামলায় ইউনুস নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের পর নজরুল ইসলাম(৪০) নামের একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী ওই এলাকার আরজেনা বাপের বাড়ীর মরহুম গোলাম হোসেনের পুত্র। সোমবার (০৫ জুন) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ প্রিয চট্টগ্রামকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । এর আগে গত রবিবার ভোর রাতের দিকে ওই আসামীকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত বুধবার উপজেলার ২নং ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আমির হোসেন প্রকাশ মুন্সি মিয়ার পুত্র ইউনুসসহ তার এলাকায় তিন অংশীদারের জমি পরিমাপ করার জন্য ৩ জন সার্ভেয়ার নিয়োগ করে। স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে জমিজমা পরিমাপ করার শেষ পর্যায়ে পরিমাপকৃত জমির সীমানা খুঁটি পোতার কাজ করছিল মো. ইউনুস। খুঁটি পোতার এক পর্যায়ে হঠাৎ প্রতিপক্ষের লোকজন ইউনুসকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আঘাত করে। এসময় উপস্থিত লোকজন গুরুতরআহত ইউনুসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। চমেকে নিয়ে যাওয়ার পর তাকে ২৮ নং ওয়ার্ডের ৭৫ নং সীটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যার দিকে ঘটনার ৫ দিন পর এক সন্তানের পিতা ইউনুস মারা যায়। এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই মাহাবুল আলম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নাম্বার ০৮। দায়ের করা মামলার আসামীরা হলো ওই এলাকার নুর হোসেনের পুত্র শফিউল বশর(৩০) ২.মরহুম গোলাম হোসেনের পুত্র নজরুল ইসলাম(৪০), ৩.আব্দুল গনির পুত্র মোঃ ইরফান প্রকাশ শুভ(২২), ৪.মরহুম জামাল উদ্দিনের পুত্র মো.হামিম (২০), ৫.আবদুল গনির স্ত্রী মমতাজ বেগম(৩৫) , ৬ নজরুল ইসলামের স্ত্রী মুক্তা আক্তার (২৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আলাউদ্দিন সোমবার বেলা তিনটার দিকে প্রিয় চট্টগ্রামকে জানান, নিহতের লাশ ময়না তদন্ত শেষে চমেক হাসপাতাল থেকে বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে বাড়ীতে আনা হবে। এবং বাদে মাগরিব জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সংশ্লিষ্ট ধলই ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানতে চাইলে এ সামলার তদন্ত অফিসার হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিয চট্টগ্রাম কে বলেন, মাসলা দায়ের করার ৬ ঘন্টার মাথায় গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছি। বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে। হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ গণমাধ্যমকে জানান, গ্রেফতার করা আসামী নজরুল ইসলাম কে সোমবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।