রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য,ভারতীয় তালিকায় ২০৯৬৫ নং মুক্তিযোদ্ধা এবং বেসামরিক গেজেট ১২০৪ নম্বর হাটহাজারী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের গোলাম রছুল (৮১) রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ২ জুন দুপুর দুইটায় নাজিরহাট পৌরসভার দ্যায়িম উল্লাহ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হেলাল উদ্দিন ফারুকী ও পুলিশ উপ-পরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জানাযা নামাজে নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী,হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী,মোঃ ঈসমাইল,বাদল নন্দী মুক্তিযোদ্ধা সহ উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম মহিউদ্দিন চৌধুরী,নাজিরহাট পৌর সভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম,সাধারন সম্পাদক এস এম হারেছ মিয়া,পৌর কাউন্সিলর মোঃ সোলাইমান,মোঃ ওসমান,৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হারুন,মসজিদ কমিটির সেক্রেটারি গণি,সিরাজ-আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শুক্রবার ২ রা জুন রাত ৭ টায় চট্টগ্রামের বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন) মৃত্যুকালে তাঁর স্ত্রী,দুই পুত্র ও চার মেয়ে সহ নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। পরে সুয়াবিলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।