জামাত শিবির সম্পৃক্তদের সাথে আতাত করে সহ সভাপতি নির্বাচিত: ড. এটি এম শাহ আলম

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ ছাত্রীর সাথে অশালীন আচরণ এবং জামাত শিবির সম্পৃক্ততার অভিযোগে রাউজান সরকারি কলেজর আইটিসি বিভাগের অধ্যাপক এসএম হাবিব উল্লাহকে চাকুরী থেকে অপরাশনের দাবীতে গত দু বৎসর পুর্বে রাউজান কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ করে রাউজানে । এস এম হাবিব উল্ল্রাহকে অপসারনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করেন সাধারন শিক্ষার্থীরা । এঘটনার পর এস এম হাবিবউল্ল্রাহ কলেজে না আসলে ও চাকুরিতে রয়েছে বহাল তরিয়তে । এস এম হাবিব উল্ল্রাহ সহ জামাত শিবিরের সম্পৃক্ত থাকা কয়েকজন শিক্ষক কৌশলে স্কাউটস নিয়ন্ত্রন করে আসছে । গত ১ জুন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের নির্বাচন অনুষ্টিত হয় । স্কাউটসের সাথে জামাত শিবির সম্পৃক্ততার কারনে অনেক সরকারী কলেজ এর অধ্যাপক সহ কাউন্সিলরগন নির্বাচন বর্জন করেন। জামাত শিবির সর্ম্পক্ত থাকা এস এম হবিবউল্ল্যাহ সাথে সুসম্পর্ক বজায় রেখে জামাতি গ্রুপ থেকে বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম জেলা রোভারের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন গহিরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এটিএম শাহ আলম। তিনি চট্টগ্রামে জামাতপন্থী শিক্ষকদের অন্যতম নেতা। রোভারে রয়েছে তাদের মূল নেতা নাজিরহাট কলেজের ভিপি আমিনুল করিম জাহাঙ্গীর হত্যার অন্যতম হোতা সাবেক শিবির ক্যাডার ফজলুল কাদের। এদিকে গহিরা কলেজের অধ্যক্ষ, ড.এটি এম শাহ আলম গহিরা কলেজের প্যাডের নিচে তার দস্তখত ও সীলমোহর দিয়ে সাংবাদিকদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন । প্রেস বিজ্ঞপ্তিতে গহিরা কলেজের অধ্যক্ষ এটি এম শাহ আলম ১শত ১০ ভোট পেয়ে বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম জেলা রোভারের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জানিয়েছেন । এ ব্যাপারে রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরীকে ফোন করে কলেজের আই, সিটি বিভাগের অধ্যাপক এস এম হাবিবুল্ল্যাহ প্রসঙ্গে জানতে চাইলে, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী বলেন, এস এম হাবিব উল্ল্রাহ স্কাউটসে রাষ্টপতি পদক পেয়েছেন । তার বিরুদ্বে জামাত শিবির সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী বলেন, তা সংশ্লিষ্ট কতৃপক্ষ এর কাছে তদন্তাধীন রয়েছে । এসএম হবিবুল্ল্রাহ কলেজের এমপি ও ভুক্ত শিক্ষক হিসাবে এখনো রয়েছেন । জামাত শিবির সম্পৃক্ত থাকা এস এম হবিব উল্ল্রাহ ও অনান্যদের সাথে আতাতঁ করে চট্টগ্রাম জেলা স্কাউট, রোভারের সহ সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে গহিরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এটি এম শাহ আলমকে ফোন করে জানতে চাইলে, ড. এটি এম শাহ আলম বলেন, এস এম হাবিব উল্ল্রাহকে আমি চিনিনা । নাজির হাট কলেজ ছাত্র সংসদের ভিপি আমিনুর করিম জাহাঙ্গীর হত্যা মামলার আসামী ফজলুল কাদেরকে আমি চিনিনা তাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই । নির্বাচনে ১শত ৭৯ জন ভোটারের মধ্যে ১শত ১০ জন কাউন্সিলর আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ।