তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর অনুকূলে নিজ এবং স্ত্রীর চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গমনের অনুমতি এবং এতদুদ্দেশ্যে ৩-৬-২০২৩ তারিখ অথবা ছুটি ভোগের তারিখ হতে তের দিনের বহিঃ বাংলাদেশ ছুটি (অর্জিত) মন্জুর করা হলো। শর্ত অনুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।