চট্টগ্রামে আধুনিক মেডিকেল ল্যাবরেটরির পথিকৃৎ ছিলেন ডা. গোলাম মূর্তাজা হারুন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ও ড্যাব চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের বিপদে যে মানুষটি সবার আগে এগিয়ে আসতেন তিনি হলেন ডা. গোলাম মূর্তাজা হারুন। তিনি চট্টগ্রামে চিকিৎসকদের কাছে বিপদের বন্ধু নামে পরিচিত ছিলেন। যেকোন সংকটে সবার আগে তিনিই ছুটে যেতেন। তিনি ছিলেন একজন মহৎ মানুষ। তিনি শুধু চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের অন্যতম একজন অভিভাবক। চট্টগ্রামের অনেক ক্রান্তিকালে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। তাকে সমস্যার সমাধানকারী হিসেবে পেয়েছেন চিকিৎসক সমাজ। তার হাত ধরেই চট্টগ্রামে চিকিৎসা ল্যাবরেটরি আজ এতোটা উন্নত। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রামে প্রথম বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার শেভরন প্রতিষ্ঠা করেন। তিনি বৃহস্পতিবার (১ জুন) বাদে জোহর নগরীর পাঁচলাইশ থানার সামনে কাতালগন্জ জামে মসজিদে বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ও ড্যাব চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ডা. গোলাম মূর্তাজা হারুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড্যাব চট্টগ্রাম শাখার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে ডা. গোলাম মূর্তাজা হারুনের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম। মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল থেকে কোরান খতম, গরীব অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন। এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ণাঢ্য কর্মময় জীবনে ডা. গোলাম মূর্তাজা হারুন দক্ষ সংগঠক ও সফল উদ্যোক্তা ছিলেন। তিনি শুধু চট্টগ্রামের সমস্যায় নয়, জাতীয় ক্রাইসিসের সময়েও নিজের বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আজকে চট্টগ্রামের মেডিকেল ল্যাবরেটরির যে উন্নত ব্যবস্থা আমরা পাচ্ছি, আধুনিক চিকিৎসার সব সেবা পাচ্ছি তার পথিকৃৎ এই ডা. গোলাম মুর্তাজা হারুন। তিনি ১৯৯১ সাল থেকে ড্যাব চট্টগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কর্মগুণে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ডা. গোলাম মুর্তাজা হারুন। দোয়া মাহফিলে ডা. গোলাম মুর্তাজা হারুনের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই গোলাম ফারুক মামুন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল অনুষ্ঠানের আহবায়ক ও ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ড্যাব কেন্দ্রায় কর্মিটর সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব টট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডা. মো, জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা ইফতেখারুল ইসলাম লিটন, ড্যাব চমেক শাখার সি. সহ সভাপতি ডা. আবদুর রব, জেলা ড্যাবের সি. সহ সভাপতি ডা. রাশেল ফরিদ চৌধুরী, ড্যাব চমেক শাখার সি. যুগ্ম সম্পাদক ডা. ইসা চৌধুরী, মহানগর ড্যাবের কোষাধক্ষ্য ডা. শামীম আল মামুন, মহানগর ড্যাবের সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. রিফাত কামাল রনি, মহানগর ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, প্রকাশনা সম্পাদক ডা. মোনায়েম ফরহাদ, সহ সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান, ড্যাব নেতা ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. দাউদ সিদ্দিকী প্রমুখ।