মীরসরাইয়ে ভুয়া ডাক্তারের এক মাসের কারাদণ্ড

মীরসরাইয়ে একজন ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ড্রাগ আইন অমান্য করায় ৯ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩১ মে) দুপুরের দিকে উপজেলার সদর ও মস্তাননগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ।

তিনি বলেন, উপজেলার ৯টি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো প্রকার সার্টিফিকেট অর্জন না করেই চেম্বার খুলে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে তপন কান্তি নাথ নামে এক ভুয়া ডাক্তারকে্ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।