চট্টগ্রামের প্রয়াত সংগীত শিল্পীদের স্মরণে ধারাবাহিক অনুষ্ঠান করবে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম শাখার মতবিনিময় সভা ২৯ মে (সোমবার) সন্ধ্যা ৬ টায় চেরাগী পাহাড়স্থ লুসাই ভবন (৩য় তলা) সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ। বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য শাহিদা আকতার জাহান, বিশিষ্ট রাজনীতিবিদ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দীপক কুমার পালিত, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক এ কে এম নুরুল বশর সুজন, চট্টগ্রাম নাট্য সংস্থার সাবেক সভাপতি নজরুল ইসলাম সাদা, নজরুল গবেষক ও মানবাধিকার কর্মী অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, ফোক গানের শিল্পী মো. হোসেন আলী, আঞ্চলিক গানের শিল্পী গিতা আচার্য্য, সংগীত শিল্পী সুকুমার দে, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা এয়াকুব আলী, অবৃত্তিকার ও কবি শ্যামল দাশ, আবৃত্তিকার ও কবি সোমা মুৎসুদ্দী, সাংবাদিক ও কবি ওমর ফারুক, সাংবাদিক মানস চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সেলিম চৌধুরী, রোপি দাশ সুমি, সংগীতি শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সাংবাদিক ও কবি রোকন উদ্দীন আহমেদ, লাইব্রিয়ান সাইফী আনোয়ারুল আজিম, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, সাংবাদিক ও লেখক শিব্বির আহমদ ওসমান, সাংস্কৃতিক কর্মী আরিফুল ইসলাম আরিফ, সংগঠক মোহাং ওসমান গণি, সাংস্কৃতিক কর্মী রাধা রানী চৌধুরী, শাহজাদা সৈয়দ কুতুব উদ্দীন ফোরকান, সাংবাদিক তানভীর আহমদ, এডভোকেট অস্মিত চক্রবর্তী (অমিত), সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম, সংগীত শিল্পী রুপনা দাশ, সাংবাদিক আকতার হোসাইন, সংগঠক ইশাত মান্নান ও আমিনুল হক লিটন প্রমুখ। সভায় বক্তারা চট্টগ্রামসহ সারা দেশে সংগীত অঙ্গণে বিশেষ অবদান রেখে মৃত্যুবরণ করেছে প্রয়াত জনপ্রিয় মরমী সংগীত শিল্পী সেলিম নিজামী, আব্দুল গফুর হালী, শেফালী ঘোষ, প্রবাল চৌধুরী, আইয়ুব বাচ্চুসহ প্রয়াত শিল্পীদের স্মরণে ধারাবাহিক সংগীত অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। জাতীয় কবি নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত কোন গেজেট প্রকাশিত না হওয়ায় সারা দেশের কবি সাহিত্যিক ও লেখক গবেষক, সাংস্কৃতিক কর্মীদের জন্য লজ্জার। দ্রুত জাতীয় কবি নজরুল ইসলামের নামে গেজেট প্রকাশ করে সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।