জাসাস চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, দুরদর্শী রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাতবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আজ ৩০ মে (মঙ্গলবার) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ষোলশহর ২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, চট্টগ্রাম উত্তর জেলার

পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
বিএনপি জাতীয় নিবার্হী কমিটির সদস্য, মিড়িয়া সেল সদস্য, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য জননেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জনগণের হৃদয়ে চিরজাগরুক হয়ে আছেন, থাকবেন। জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন জাসাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক দুবাই জাসাস, সভাপতি এস, এম ফারুক জাসাস, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, সহ-সভাপতি মির্জা মেশকাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ খোরশেদ, সুমন বাপ্পি, আমিরুল হাসান, নাজিম উদ্দিন নিহাদ প্রমুখ।