খাগড়াছড়িতে আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএন‌পির নিন্দা ও প্রতিবাদ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি , সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুতের লোডশেডিং, গ্রেফতার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে খাগড়াছড়িতে বিএন‌পির সমাবেশস্থলে যাওয়ার পথে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা করে আওয়ামী দুর্বৃত্তরা। অতর্কিত এই হামলায় অনেকেই মারাত্মকভাবে আহত হন। এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিএন‌পির সভাপ‌তি ডাঃ শাহাদাত হো‌সেন ও সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর। আজ এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকার অগ্রাহ্যের কারণে সমগ্র দেশটাই এখন সন্ত্রা‌সের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদেরকে উপর সন্ত্রাসী হামলার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে সরকার ও আওয়ামী লীগ বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। শহর, গ্রামসহ দেশের জনপদের পর জনপদে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হা‌তে মানুষ প্রতি‌নিয়ত রক্তাক্ত হ‌চ্ছে। এই সরকার বিএনপি’র বলিষ্ঠ নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করার মিশন নিয়ে কাজ করছে, আর সেই মিশনেরই নিষ্ঠুর শিকার হলেন ব‌র্ষিয়ান রাজনী‌তি‌বিদ বীরমু‌ক্তি‌যোদ্ধা আবদুল্লাহ আল নোমান। সরকার সারা দেশকে নিরাপত্তাহীনতার অতল গহ্বরে নিমজ্জিত করেছে। ফ্যাসিস্ট সরকার নিজেদের পতন আঁচ করতে পেরেই এখন আরও তীব্র মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। মামলা, হামলা, দমন নি‌পিড়ন ক‌রে অ‌বৈধ সরকা‌রের শেষ রক্ষা হ‌বেনা। নেতৃবৃন্দ এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সা‌থে বীরমু‌ক্তি‌যোদ্ধা আবদুল্লাহ আল নোমানের উপর হামলারী আওয়ামী সন্ত্রাসীদের আই‌নের আওতায় আনার জোর দা‌বি জানান।