প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে বিএনপির ভোট কমেছে, আওয়ামী লীগের বেড়েছে: কাদের

বিএনপি নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজের ভাষায় কথা বলে, হত্যার হুমকি দেয় তখন বাংলাদেশের মানুষ কষ্ট পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ হুমকির ফলে বিএনপির ভোট কমেছে। কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে। আর আওয়ামী লীগের লাখ লাখ ভোট বেড়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় দীর্ঘদিন আছেন বলেই বাংলাদেশের উন্নতি হয়েছে। বাংলাদেশের উন্নয়ন তরতরিয়ে এগিয়ে যাচ্ছে।

একটা দলের যিনি প্রধান, তাদের দেশনেত্রীর ৬ টা জন্মনিবন্ধন। যে দলের নাম্বার ওয়ান লিডারের ৬টা জন্মনিবন্ধন এমন মিথ্যাবাদী, মিথ্যাচারী দলের ক্ষমতায় আসার কোনো দরকার নেই।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার বিষয়ে তিনি বলেন, সেই মিথ্যাচারী দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দেয়। তাদের শীর্ষ নেতারা ‘স্লিপ অব টাঙ’ বলে এটাকে উড়িয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া কী কখনও স্লিপ অব টাঙ হতে পারে?

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নির্বাচন আমরা করব। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন হবে। আমাদের জনগণ আমাদের সিস্টেমে চলবে। আমরা কারো ভয়ে আতঙ্কিত নই। কারো ধমকিতে বা কারো নিষেধাজ্ঞায় মাথা নিচু করবে না আওয়ামী লীগ।