দুই ঘণ্টার ভিডিও আপলোড করা যাবে টুইটারে

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ব্লু ভেরিফায়েড’ ব্যবহারকারীরা এখন থেকে দুই ঘণ্টার (৮ জিবি) দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন। বৃহস্পতিবার (১৮ মে) প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক এক টুইটে এ কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক টেক পোর্টাল টেকক্রাঞ্চের মতে, টুইটার কিছু পরিবর্তন আনছে এবং আগের ভিডিও আপলোডের ৬০ মিনিট সীমার পরিবর্তে ১২০ মিনিট করছে। যারা সাবস্ক্রাইব করেছেন তারা ২ জিবির পরিবর্তে ৮ জিবির ভিডিও আপলোড করতে পারবে। যদিও আগে দীর্ঘ ভিডিও আপলোড শুধুমাত্র ওয়েব থেকেই সম্ভব ছিল। কিন্তু এখন এটি আইওএস অ্যাপের মাধ্যমেও সম্ভব।

ইলন মাস্কের এই ঘোষণার পরপরই কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এর প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘টুইটার হলো নতুন নেটফ্লিক্স।’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘খুব ভালো! এটা করার জন্য ধন্যবাদ!’