এক চার্জে ২২ দিন চলবে নকিয়ার নতুন ফোন

বর্তমান বিশ্বে স্মার্টফোনের কর্তৃত্ব চললেও ফিচার ফোনের ব্যবহার ঠিকই বিদ্যমান রয়েছে। এসব সিম্পল ও অ্যাফোর্ডেবল ডিভাইসের এখনও বেশ চাহিদা রয়েছে। এইচএমডি গ্লোবালের মালিকানাধীন ফিনল্যান্ডের নকিয়া নতুন দুটি ফিচার ফোন বাজারে এনেছে। এগুলোর মডেল নকিয়া ১০৬ (২০২৩ এডিশন) এবং নকিয়া ১০৫ (২০২৩ এডিশন)। ফোন দুটির ব্যাটারির ক্ষমতা নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে আলোচনা।

নকিয়ার নতুন ফোন দুটিতে দেয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনগুলোতে আছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো নিয়মিত কিছু ফিচার।

যা আছে নকিয়ার নতুন ফোন দুটিতে
নকিয়া ১০৫ (২০২৩) ফোনটিতে ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন ১২০ x ১৬০ পিক্সেলস। অন্যদিক নকিয়া ১০৬ ফোনটিতে ১.৮ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। দুইটি ফোনের মূল আকর্ষণ হতে যাচ্ছে এদের ব্যাটারি।

নকিয়া ১০৫ ফোনটিতে ১০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে যা ১২ ঘণ্টা টক টাইম এর পাশাপাশি ২২ দিন স্ট্যান্ডবাই ব্যাকআপ দিতে পারবে। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতে ১৪৫০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে, এটিও এক চার্জে কয়েক সপ্তাহ চলতে পারবে। এই দুইটি ফোনই চার্জ হবে মাইক্রো ইউএসবি পোর্ট দ্বারা। রয়েছে ৩.৫ মি.মি. হেডফোন জ্যাক।

নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ (৪জি) উভয় ফোন চলবে সিরিজ ৩০+ (এস৩০+) অপারেটিং সিস্টেমে যা নকিয়ার ফিচার ফোনগুলোর জন্য স্পেশালভাবে তৈরি। নকিয়া ১০৫ ফোনটির কানেকটিভিটি ৪জি পর্যন্ত পেতে পারেন (মার্কেট অনুযায়ী)। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতেও এলটিই সাপোর্ট রয়েছে যার ফলে আরও ফাস্ট ডাটা পাওয়া যাবে।