রাউজানের গরু চুরি থামছেনা

রাউজানের গরু চুরি থামছেনা গরু চুরি হলেও উদ্ধার হয়নি চোরাই গরু ধরা পড়েনি গরু চোর

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের গরু চুরি থামছেনা গরু চুরি হলেও উদ্বার হয়নি চোরাই গরু ধরা পড়েনি গরু চোর। রাউজানের বিভিন্ন এলাকায় একের পর এক গরু চুরির ঘটনা সংগঠিত হলে ও গরু চোর ধরা পড়েনি। চোরাই গরু উদ্বার হয়নি। গত কয়েকমাসে রাউজানে উরকিরচর মিরা পাড়া, পশ্চিম গুজরা মগদাই, কদলপুর মিরা পাড়া, ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা, কলমপতি, পশ্চিম ডাবুয়া, কাগতিয়া, লেলাঙ্গারা, পশ্চিম রাউজান জারুল তলা, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, চিকদাইর ইউনিয়নের চিকদাইর এলাকা থেকে শতাধিক গরু চুরির ঘটনা সংগঠিত হয় । গতকাল ১৭ মে বুধবার ভোররাতে রাউজানের গহিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দলই নগর এলাকার প্রাণ কৃষ্ণ মহাজনের বাড়ীতে গরু চুরির ঘটনা সংগঠিত হয়। প্রাণ কৃষ্ণ মহাজনের বাড়ীর উত্তম কুমার মহাজন, অনুপ কুমার চৌধুরীর গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায় । গরু চুরির ঘটনার ব্যাপারে উত্তম কুমার মহাজন রাউজান থানায় অভিযোগ করেন বলে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন জানান । রাউজানে গরু চুরির ঘটনার পর রাউজানের দক্ষিন হিংগলা এলাকার বাসিন্দ্বা আবু তাহের ও কলমপতি এলাকার আবদুল কাদের মুন্সি রাউজান থানায় অভিযোগ করা হলে ও চোরাই গরু উদ্বার করতে পারেনি পুলিশ। চুরির ঘটনার সাথে জড়িতরা ধরা ছোয়ার বাইরে।