রাউজানে ভর্তুকির হারভেস্টার এখন কৃষকের গলার কাঁটা

শফিউল আলম, রাউজান প্রতিনিধি: বোরো মৌসুমে ধান কাটার সময় হলেওই বেড়ে যায় শ্রমিকের দাম। তথ্য-প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক যুগে কম্বাইন হারভেস্টার কৃষকদের জন্য আশির্বাদ হলেও বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ধান কাটার এ যন্ত্রের যন্ত্রণায় কাতরাচ্ছেন রাউজানের কৃষক পীযুষ কান্তি চৌধুরী বিশু। তিনি সরকারি ভুর্তকিমূল্য ২০লাখ টাকাসহ ৪৬লাখ টাকায় দুটি ধান কাটার যন্ত্র ‘কম্বাইন হারভেস্টার’ কিনেছিলেন। ধান কাটার যন্ত্র দুটি এলাকার শত শত কৃষকদের আশা জাগালেও বর্তমানে অচল হয়ে পড়েছে। সেজন্য সময় মতো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কিত কৃষকেরা। দৈনিক চুক্তিভিত্তিক ধান কাটার শ্রমিকদের মূল্য বেশি হওয়ায় ক্ষেতের পাকাধান ক্ষেতেই নষ্ট হচ্ছে। আজ ১৭ মে বুধবার দুপুরে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কম্বাইন হারভেস্টারের অচল হয়ে পড়ে রয়েছে । হারভেষ্টার মেশিন অচল হয়ে যাওয়ায় কৃষক বিশু সহ এলাকার কৃষকেরা বেশি মূল্যে দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক এনে ধান কেটে ঘরে তুলছেন। শ্রমিকের দাম কমার অপেক্ষায় থাকা কৃষকদের ধান নষ্ট হচ্ছে ক্ষেতে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন বছরের মধ্যে প্রতিটি ২৩লাখ টাকা করে দুটি সরকারি ভুর্তকিমূল্যে কম্বাইন হারভেস্টার ক্রয় করেছিলেন বিশু। ক্রয়ের পরেই নষ্ট হয়ে যায়। পরে মেরামত করে কিছুদিন চালানো হলেও এখন একেবারেই অচল হয়ে পড়েছে। কৃষক পীযুষ কান্তি চৌধুরী বিশু বলেন, ধান কাটার যন্ত্র দুটি আমাকে যে যন্ত্রণা দিচ্ছে তা বলার ভাষা নেই। বোরো মৌসুমে ১০০ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছি। এক একর জমির ধান কেটে যন্ত্র দুটি নষ্ট হয়ে যায়। একারণে দৈনিক চুক্তিভিত্তিক ৬০জন শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা রয়েছে। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার লোকসান হবে। এছাড়া যথাসময়ে পাকাধান ঘরে তুলতে পারব কিনা তা নিয়ে শঙ্কিত। যন্ত্রগুলো দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। নিম্নমানের যন্ত্রদ্বারা লাভ তো দূরের কথা মূল টাকা উঠবে কিনা জানিনা। কৃষক বিশু আরো বলেন, হারভেষ্টার মেশিন দিয়ে পাকা রোবো ধান কাটার জন্য ঘুর্ণিঝড় মখার পুর্বে প্রস্তুতি নিলেও হারভেষ্টার মেশিন অচল হয়ে যাওয়ায় সময়মতো পাকা বোরো ধান কাটতে পারেনি । রাউজান উপজেলা কৃষি‘অফিসার ইমরান হোসাইন বলেন, কৃষক বিশুর ফসলী জমিতে পাকা বোরো ধান হারভেষ্টার মেশিন দিয়ে কেটে ধান কাটা কর্মসুচির উদ্বোধন করেছি । হারভেষ্টার মেশিন অচল হওয়ার বিষয়ে আমি কৃষক বিশুর সাথে কথা বলে হারভেষ্টার মেশিন বিক্রয়কারী প্রতিষ্টানের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করছি ।