মেয়র আরিফুলের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ আনসার প্রত্যাহার

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাত ১১টার দিকে তাদের প্রত্যাহার করে নেয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে প্রায় পাঁচ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৩ আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচজন আনসার সদস্য দিন ও রাতে পালাক্রমে মেয়রের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি মেয়রের বাসভবনে নিরাপত্তার দায়িত্বও পালন করছিলেন তারা।

সিটি মেয়র আরিফুল হকের অভিযোগ, তাকে না জানিয়ে বা কোনো নোটিশ ছাড়াই তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারদের প্রত্যাহার করা হয়েছে।

আনসার ও ভিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি জানান, নগর কর্তৃপক্ষ নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিলেন। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার নেয়া যায় না। তাই এর মধ্যে পাঁচজন আনসার সদস্যকে মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা ও তার বাসভবনে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।