সাভারে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩

সাভারের আশুলিয়ায় একটি সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। গত রাতে মো. নুরুন্নবী (১৮) ও মো. বেল্লাল হোসেন (৩৫) নামে দুই শ্রমিক শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, সাভার আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ আমাদের এখানে চারজন এসেছিল। এদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক সোমবার (১৫ মে) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। মঙ্গলবার (১৬ মে) রাত আটটার দিকে মোঃ নুরুন্নবী নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে মারা যান। তার শরীরে ৪৩ শতাংশ দগ্ধ ছিল ও মোঃ বেল্লাল হোসেন রাত দশটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৩৬ শতাংশ দগ্ধ ছিল।

এই ঘটনায় দগ্ধ আরো এক শিশু চিকিৎসাধীন আছেন।