গ্যাস নিয়ে বিভ্রান্তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি

কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ৬/৭ দিন সময় লাগার ঘোষণা দেওয়ায় চট্টগ্রামের গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েন। বিজ্ঞপ্তি দেখে গ্রাহকরা নেমে পড়ে ইলেকট্রনিক চুলা, রাইস কুকার ও চুলাসহ গ্যাস সিলিন্ডার কেনায়। এসব কেনার কয়েকঘন্টার মধ্যে সোমবার সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে থাকে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই স্বাভাবিক। এ অবস্থায় প্রায় ছয়লাখ গ্রাহকের পকেট থেকে হাওয়া হয়ে গেছে কোটি কোটি টাকা। এই তুঘলকি প্রচারণার কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ এড়াতে পারে না। সংস্থাটি অদক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মহসীন কাজী যুগ্ন মহাসচিব ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।