রাউজানের আশরাফ শাহ সড়ক নির্মান কাজ শেষ ৪ বৎসরে সড়কের অবস্থা বেহাল

রাউজানের কদলপুর আশরাফ শাহ সড়ক নির্মান কাজ শেষ হওয়ার চার বৎসরের মধ্যে সড়কের বেহাল অবস্থা

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের কদলপুর হজরত আশরফ শাহ, হজরত আবু শাহ, হজরত আজিজুল হক শাহ এর মাজার কদলপুর পাহাড়ী এলাকায় । হজরত আশরফ শাহ, হজরত আবু শাহ, হজরত আজিজুল হক শাহ এর মাজারে প্রতিদিন রাউজান সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ জেয়ারত করতে আসে । হজরত আশরফ শাহ, হজরত আবু শাহ, হজরত আজিজুল হক শাহ মাজার যাওয়ার জন্য রয়েছে হজরত আশরফ শাহ সড়ক । হজরত আশরফ শাহ সড়কটি কদলপুর ভুইয়া মল্লপাড়াস্থ হাফেজ বজুল রহমান সড়ক থেকে শুরু হয়ে হজরত আশরফ শাহ এর মাজার পর্যন্ত বিস্তৃত । এসড়ক দিয়ে কদলপুর মল্লপাড়া, কমলার টিলা দক্ষিন শমশের পাড়া, সহ পাহাড়ী এলাকার বাসিন্দ্বার্্া ও স্কুল কলেজ, মার্দ্রসার শিক্ষার্থীরা প্রতিুিদন চলাচল করেন । হাফেজ বজলুর রহমান সড়ক থেকে শুরু হয়ে হজরত আশরফ শাহ এর মাজার পর্যন্ত দুই কিলোমিাটার দৈর্ঘ সড়কটি দিয়ে মাজারের মধ্যে আশেক ভক্ত ও এলাকার বাসিন্দ্বারা, স্কুল কলেজ, মার্দ্রসার শিক্ষার্থীরা চলাচলের সুরিধার জন্য রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৯২ লাখ টাকা ব্যায়ে সড়কের উন্নয়ন কাজের টেন্ডার আহবান করলে, ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ সড়কের উন্নয়ন কাজের ঠিকাদারী নেয় । সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত আর, সি ,সি ঢাøলাই দিয়ে সড়কের উন্নয়ন কাজ করে ঠিকাদারী প্রতিষ্টান । সড়কের নির্মান কাজে সিমেন্টর পরিমান কম সিলেট সেন্ট বালুর পরিবর্তে স্থানীয় খাল ও ছাড়ার বালু, নিম্মমানের পাথর ও পাথরের পরিমান কম দিয়ে সড়কের উন্নয়ন কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্টান । গত ২০১৮ সালে সড়কের উন্নয়ন কাজ শেষ করা হয় । সড়কের উন্নয়ন কাজ শেষ করার চার বৎসরের মধ্যে সড়কটির আর, সি,সি ঢালাই উঠে গিয়ে লোহার রড উঠে সড়ক দিয়ে যানবাহন চলাচল ও পথচারী চলাচল করছে চরম দুভোর্গের মধ্যে দিয়ে । এলাকার বাসিন্দ্বারা অভিযোগ করে বলেন নিম্মমানের পাথর, পাথরের পরিমান, সিমেন্টর পরিমান কম দিয়ে সড়কের উন্নয়ন কাজ করায় সড়কের উন্নয়ন কাজ শেষ করার চার বৎসরের মধ্যে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে । এলাকার বাসিন্দ্বারা অভিযোগ করে আরো বলেন, সড়কটি দিয়ে শুধু সিএনজি অটো রিক্সা, কার, মাইক্রোবাস চলাচল করে। ভারী কোন যানবাহন সড়ক দিয়ে চলাচল করেনা । সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় কদলপুর হজরত আশরফ শাহ, হজরত আবু শাহ, হজরত আজিজুল হক শাহ এর মাজারের ওরশ শরীফে আসা হাজার হাজার হাজার মানুষ ও এলাকার বাসিন্দ্বারা চরম দুভোর্গের মধ্যে দিয়ে চলাচল করছে । এই ব্যাপারে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ এর কাছে ফোন করে জানতে চাইলে, চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, হজরত আশরফ শাহ সড়কটি উন্নয়ন কাজ শেষ হয়েছে চার বৎসর পুর্বে। সড়কের উন্নয়ন কাজে অনিয়ম করায় সড়কটির আর, সি, সি ঢালাই উঠে লোহার রড উঠে গেছে । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামের কাছে জানতে চাইলে, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পুর্বে হজরত আশরফ শাহ সড়কের উন্নয়ন কাজ হয়েছে । সড়কটি মেরামত করার জন্য বরাদ্ব চাওয়া হয়েছে । বরাদ্ব পেলে হজরত আশরফ শাহ সড়কটি মেরামত করা হবে ।