হাটহাজারী থেকে ৩ ছিনতাইকারী আটক ; ছোরা ও নগদ টাকা উদ্ধার!

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারী পৌরসভা থেকে মো.ইমন(১৯), মো. মাসুম (১৭) ও মতিবুর রহমান (১৯) নামের তিন ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ ২টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ মে) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ ছিনতাইকারী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ মে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পশ্চিম দেওয়াননগরস্থ ১১ মাইল বিদ্যুৎ অফিসের পাশের ওয়াহিদুলআলম সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মোঃ ফয়সাল জানান, গত শনিবার দিবাগত রাতে পৌরসভাস্থ পশ্চিম দেওয়ান নগর ১১ মাইল বিদ্যুৎ অফিসের পাশে ওয়াহিদুল আলম সড়ক সংলগ্ন জনৈক নাসির সওদাগরের চায়ের দোকানের সামনে রাস্তার উপর ওই তিন ছিনতাইকারী নেত্রকোনা জেলার নাড়িয়া পাড়ার ৭ নং ওয়ার্ডের মৃত রিপনের পুত্র পৌরসভার সুজানগরস্থ রশিদের ভাড়াটিয়া সৌরভকে ধারালো ছুরি দেখিয়ে জীবন নাশের হুমকি দিয়ে তার সাথে থাকা সর্বস্ব ছিনতাই করে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ সৌরভ হাটহাজারী মডেল থানার রবিবার ওই তিন ছিনতাইকারী কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দাইম্যা ইউপির কাজলা খাল পাড়ার কাজল মিয়ার পুত্র মোহাম্মদ ইমন, নেত্রকোনা জেলার নেত্রকোনা থানাস্থ মেদনী ইউপির উল্লাটি এলাকার মো.শাহজানের পুত্র মো.মাসুম এবং পৌরসভার চন্দ্রপুরের মাটিয়া মসজিদ এলাকার আবু ছিদ্দিকের পুত্র মতিবুর কে আসামি করে একটি মামলা দায়ের করে, যার নাম্বার-১৫। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে একটি স্টীলের টিপ ছুরি, একটি স্টীলের ছুরি ও দুই হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা চট্টগ্রামের বাইরের হলেও বর্তামানে তারা হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের মাটিয়া মসজিদ এলাকায় জনৈক এক ব্যক্তির ভাড়াটিয়া বলে জানা গেছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।