ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে ধসে পড়ল বিমানবন্দরের ভবন

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি শহর। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, রাখাইন রাজ্যের থানদউয়ে বিমানবন্দরে একটি ভবন ধসে পড়েছে। এতে সেখানকার একটি ট্রান্সফরমার ভেঙে গেছে।

এ ছাড়া প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ। এরই মধ্যে সিতওয়েতে হাঁটুপানি জমে গেছে। বাসিন্দারা জরুরি সাহায্যের আবেদন জানাচ্ছেন কর্তৃপক্ষের দেয়া বিভিন্ন নম্বরে।

বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বাড়তে শুরু করে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় বসতবাড়ি, বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙে পড়তে শুরু করে। অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে। সিতওয়েতে মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে।

এ ছাড়া বিভিন্ন জায়গায় সকাল থেকে বিদ্যুৎ নেই দেশটিতে। ইন্টারনেট সংযোগের জন্য এখন শুধু মোবাইল ডেটা কাজ করছে।

মিয়ানমারের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার বিকেলে ঘূর্ণিঝড়ের কেন্দ্র সিতওয়ে উপকূল অতিক্রম করে যাবে। ঝড়ের প্রভাব ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে দুপুরে দেশটির আবহাওয়ার পূর্বাভাসে মোখাকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাদামি বা ‘ব্রাউন’ সতর্কতা জারি করা হয়েছে।