ঘূর্ণিঝড় ‘মোখা’ ; স্বেচ্ছাসেবী টিম ও খাদ্য সামগ্রী নিয়ে টেকনাফ অসহায় মানুষের পাশে ফারাজ করিম

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’এর প্রভাবে বাড়ী ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তায় স্বেচ্ছাসেবি টিম ও খাদ্র সামগ্রী নিয়ে টেকনাফ গেলেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। গত ১৩ মে শনিবার থেকে টেকনাফে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবি টিমের সদস্যদের নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী ৫ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে টেকনাফে অসহায় মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন । শনিবার (১৩ মে) বিকেল ৫টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘এখানে সাগরের অবস্থা অত্যন্ত ভয়াবহ।’ (শুক্রবার) রাত ২ টায় ফারাজ করিম চৌধুরীর একটি স্বেচ্ছাসেবী টিম টেকনাফে পৌঁছে যায়। সেই সাথে প্রায় ৫ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্যাকেটিং করে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের টেকনাফে পৌঁছে গেছে ফারাজ করিম চৌধুরীর আরো একটি স্বেচ্ছাসেবী টিম। তাছাড়া, আরো ২ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্যাকেটিং করে (রবিবার) রাতে রওয়ানা দিবে আরো একটি টিম। এসব খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ১ প্যাকেট বেলা বিস্কুট, ৪ টি মোমবাতি, ২ লিটার মিনারেল ওয়াটার, ২৫০ গ্রাম চিনি, ২ পিস দিয়াশলাই, স্যাভলন, ওরস্যালাইন ও ব্যান্ডেজ। এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, “দেশের যে কোন দুর্দিনে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাই এবারো আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তবে দোয়া করি যেন ঘুর্ণিঝড়টি আমাদের দেশে আঘাত না করে অন্যদিকে যেন ঘুরে যায়।