ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জাহাজ শূন্য চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নম্বর মহা বিপদ সংকেত ৮ প্রেক্ষিতে সম্ভাব্য ক্ষয় ক্ষতি থেকে রক্ষার্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ‘অ্যালার্ট-৪ ’ জারি করেছে। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম ব্ন্ধ রয়েছে ।

শনিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের সংকেতের ওপর নির্ভর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট জারি করে থাকে। বর্তমানে বন্দর কর্তৃপক্ষ ‘অ্যালার্ট- ৪ ’ জারি করেছে।
ইতিমধ্যে জেটিতে থাকা জাহাজ গুলো কে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে লাইটার জাহাজগুলোকে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য প্রভাব ও ক্ষয়ক্ষতি রোধে সার্বিক কার্যক্রম সমন্বয়ে চারটি কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।