কুরআন-সুন্নাহ মোতাবেক যাকাত আদায় করলে অচিরেই দারিদ্র নির্মূল হবে

হাব চট্টগ্রাম জোনের ইফতার মাহফিলে কেন্দ্রীয় চেয়ারম্যান এম. শাহাদাত হোসাইন তসলিম


হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম অঞ্চল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ১০ এপ্রিল সোমবার নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে অনুষ্ঠিত হয়। হাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ শাহ্ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজ¦ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় চেয়ারম্যান এম. শাহাদাত হোসাইন তসলিম। হাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, আটাব ও হাবের চট্টগ্রাম অঞ্চলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান শরীয়ত উল্লাহ শহীদ, সাবেক চেয়ারম্যান শেখ মুবিনুল হক, হাব চট্টগ্রামের সাবেক সেক্রেটারি মো. মোর্শেদুল আলম চৌধুরীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদ। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মাহে রমজান শীর্ষক আলোচনা করেন হাব সদস্য আলহাজ্ব মাওলানা আবদুন নবী আলকাদেরী। প্রধান অতিথির বক্তব্যে এম. শাহাদাত হোসাইন তসলিম বলেন, রোজা আত্মার ইবাদত, রোজার মাধ্যমে খোদাভীতি অর্জন করতে পারলেই আমাদের রোজা সার্থক হবে। মানুষ আত্মকলহ আর আধিপত্যবাদকে অগগ্রাধিকার দেয়ার কারণে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে ও মানুষ মানবিকতা শুণ্য হচ্ছে। এরকম অবস্থায় মাহে রমজানের আগমন শান্তির সুবাতাস ছড়াচ্ছে। রোযা মানুষকে ভোগবাদিতা থেকে যেমন বিরত রাখে তেমনি অপরের কল্যাণে ব্রতী হওয়ার শিক্ষাও দেয়। তিনি আরো বলেন, যাকাত হলো অন্যতম মৌলিক ইবাদত যা সম্পদকে পরিশুদ্ধ করে। কুরআন-সুন্নাহ মোতাবেক যাকাত আদায় করলে অচিরেই দারিদ্র নির্মূল হবে। মুসলমানদের উচিত ইসলামী বিধান অনুযায়ী হিসাব মতো যাকাত দেয়া। শেষে তিনি হজে¦র বিমান ভাড়া কমানোর জন্য সরকারের কাছে জোর দাবী জানান।