“প্রেমে পড়ার” জন্য কলেজ ছাত্রদের এক সপ্তাহ ছুটি

সরকারের রাজনৈতিক উপদেষ্টারা জন্মহার বাড়ানোর জন্য অনেক সুপারিশ করেছেন, কিন্তু তাতেও লাভের লাভ কিছু হচ্ছে না। কারণ চীনে জনসংখ্যা নিয়ে উদ্বেগ ইতিমধ্যে উচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশের বেশ কয়েকটি কলেজ জাতীয় উদ্বেগকে সমর্থন করে একটি অনন্য পরিকল্পনা নিয়ে এসেছে। চীনের নয়টি কলেজ শিক্ষার্থীদের “প্রেমে পড়ার” জন্য এপ্রিলে এক সপ্তাহ ছুটি দিচ্ছে। এনবিসি নিউজ অনুসারে, মিয়ানয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ ফ্যান মেই এডুকেশন গ্রুপ দ্বারা পরিচালিত নয়টি কলেজের মধ্যে একটি যারা ২১ মার্চ প্রথম বসন্তে ছুটি ঘোষণা করেছিল। ছুটির কারণ হিসেবে ফোকাস করা হয়েছিলো ‘রোম্যান্সের’ উপর। শিক্ষার্থীদের উত্সাহিত করতে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। প্রকৃতিকে ভালবাসতে, জীবনকে ভালবাসতে এবং বসন্তের বিরতি উপভোগ করার মাধ্যমে ভালবাসা উপভোগ করতে বলা হয় ছাত্রদের। মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গুওহুই এক বিবৃতিতে বলেছেন -”আমি আশা করি যে শিক্ষার্থীরা পাহাড়ে ঘুরতে যেতে পারবে এবং বসন্তকে অনুভব করতে পারবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের অনুভূতিকে গাঢ় করবে না বরং শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে সমৃদ্ধ ও গভীর করবে।

”শিক্ষার্থীদের ভ্রমণের ভিডিও হোমওয়ার্কের খাতায় লিপিবদ্ধ করতেও বলা হয়েছে কলেজের তরফে। এই প্রচেষ্টার মাধ্যমে জন্মহার বাড়ানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন কলেজ কর্তৃপক্ষ। সরকার জন্মহার বাড়ানোর জন্য ২০ টিরও বেশি সুপারিশ নিয়ে এসেছে, তবে তাতে খুব বেশি কাজ হচ্ছে না। ১৯৮০ থেকে ২০১৫ এর মধ্যে আরোপ করা এক-সন্তান নীতির মাধ্যমে চীন নিজের গর্ত নিজেই খুঁড়েছে। কর্তৃপক্ষ ২০২১ সালে এক-সন্তান নীতি পরিবর্তন করে তিনটিতে উন্নীত করেছে, তা সত্ত্বেও লকডাউনে থাকার সময়ে দম্পতিরা সন্তান নিতে অনিচ্ছুক ছিলেন।