‘নবগ্রাম’ খালটির প্রাণ ফিরিয়ে দিল ‘বিডি ক্লিন’

বরিশাল নগরীর নবগ্রাম খাল যখন ময়লা ভাগাড়, তখন নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে খালটি পরিষ্কারের উদ্যোগ নেয় বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১ এপ্রিল) সকালে বরিশাল সদর উপজেলা বিডি ক্লিনের ২৫ জন স্বেচ্ছাসেবক টানা ১ ঘণ্টার কর্মযজ্ঞ শেষে খালটির একটি অংশ পরিষ্কার করে পানির প্রবাহ স্বাভাবিক করেন।

এদিকে তরুণ স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগে খুশি নগরবাসী। খালটি পরবর্তীতে পরিষ্কার রাখতে সচেতন থাকার কথাও জানান তারা। নাসির নামে এক বাসিন্দা বলেন, ‘খালটি পরিষ্কার করে বিডি ক্লিন একটা ভাল কাজ করেছে। এতে মশার বংশ বিস্তার কিছু হলেও কমবে।’

স্বেচ্ছাসেবকরা জানায়, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করে চলছে তারা। কারও আশায় বসে না থেকে নিজের শহর নিজেদের পরিষ্কার রাখতে হবে বলে জানান বিডি ক্লিনের সংগঠকরা। পরবর্তীতে এমন কাজ আরও করার কথা জানান তারা।

বিডি ক্লিনের বিভাগীয় সহসমন্বয়ক রুমি আক্তার বলেন, ‘আমরা সব সময় শহর পরিষ্কার রাখতে নগরবাসীকে সচেতন করি। এ কাজ দিয়ে আমরা নগরবাসীকে খাল সম্পর্কে সচেতন করলাম।’

বিডি ক্লিন কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুর রহমান বলেন, ‘আমরা পুরো বাংলাদেশ জুড়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই দেশকে পরিছন্ন রাখতে। সিটি করপোরেশন অথবা প্রশাসন কি করলো তার ভরসায় বসে না থেকে নিজেদেরই এ শহর ও খালগুলো পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে।’

বিডি ক্লিন দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। বরিশাল বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ৩৫টি উপজেলায় তাদের টিম আছে। শুধু বরিশালেই প্রায় সাড়ে ৭ হাজার স্বেচ্ছাসেবী আছে সংগঠনটির।