বাঁধের ওপর নির্মিত ৬১ প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ

বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মাণ করা ৬১ ব্যবসা-প্রতিষ্ঠান সরিয়ে নিতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ব্যবসায়ীরা জানান, বাঁধের ওপর ঘর নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল সালাম মোল্লাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব দোকানে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা।

তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমিতে ঘর তুলে বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছেন সোহেল সালাম মোল্লা। তিনি বলেন, ‘আমাদের জমির ওপর দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন উচ্ছেদের নোটিশ পেয়েছি। সরকারের জমি প্রয়োজন হলে জমি ছেড়ে দেব।’

এ বিষয়ে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৌরভ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল করে অবৈধভাবে ৬১টি ঘর নির্মাণ করা হয়েছে। দখলদারদের তালিকা করে ঘর উচ্ছেদ করতে নোটিশ দেয়া হয়েছে। ঘর যারা তুলেছেন নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তারা ঘর ভেঙে জায়গা খালি না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদের নোটিশ পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।