জনগণ ও নির্বাচনকে ভয় পায় সরকার: আমান

বর্তমান সরকার বিনা ভোটে নির্বাচিত বলেই তারা জনগণ ও নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

সরকার সাংবাদিকদের টুঁটি (কণ্ঠস্বর) চেপে ধরার পদক্ষেপ নিচ্ছে অভিযোগ করে আমান বলেন, সাংবাদিক শামসকে শুধু গ্রেফতার না, নির্যাতন করছে এ সরকার। তারা জনগণকে ভয় পায়, সাংবাদিকদের ভয় পায়, নির্বাচনকে ভয় পায়। এ সরকার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। জনগণের ভোটে যেহেতু নির্বাচিত নয় তাই এ সরকার বিনা ভোটের সরকার; তাই এ সরকার জনগণকে ভয় পায়।

তিনি বলেন, আজকের এ কর্মসূচিতে মানুষ রাস্তায় নেমে এসেছে। কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে চাই ১০ দফার প্রথম দফা। অবিলম্বে পদত্যাগ কর, সংসদ বাতিল করও। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেযার বার্তা দিতে চাই এ কর্মসূচি থেকে।

ক্ষমতাসীনদের উদ্দেশ করে আমান আরও বলেন, সরকারের বোঝা উচিত এরশাদ টিকতে পারেনি, অতীতের কোনো জুলুম নির্যাতনকারী কেউ টিকতে পারেনি। আপনারাও টিকতে পারবেন না। জনগণের চোখের মুখের ভাষা না বুঝলে চরম মূল্য দিতে হবে। আগামী দিনেও ভোট ডাকাতির মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায়। এই জনগণ তা হতে দেবে না। জনগণ মাঠে নেমে এসেছে। বার্তা দিচ্ছে তোমাদের অধীনে নির্বাচন হবে না। এ সরকার সংবিধানের কথা বলে, কিসের সংবিধান! সংবিধানের কথা না বলে সংবিধান পরিবর্তন করতেই হবে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রমুখ।

পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আইইবির সামনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি।