মরহুম মুফতি আল্লামা নুর আহমদের দাফন সম্পন্ন 

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী মাদ্রাসার ( আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম) প্রধান মুফতি সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস মরহুম আল্লামা মুফতি নুর আহমদের দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রবার(৩১ মার্চ) সন্ধ্যার দিকে আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভেতরের বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থান মকবারায়ে জামেয়ায় তাকে দাফন করা হয়। এর আগে বাদে আছর হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা ইয়াহিয়ার ইমামতিত্বে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসে মানুষ এই জানাজায় অংশ নেন। এর আগে তাঁর মরদেহবাহী গাড়িটি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আল্লামা মুফতি নুর আহমদ ১৯৩৩ সালে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেছুরিয়া চৌধুরীপাড়ায় জন্মগ্রহন করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য ভক্ত এবং গুণীজন রেখে গিয়েছেন।  এদিকে মুফতি নুর আহমদের মৃত্যুতে বাংলাদেশের বিভিন্ন আলেম-উলামারা গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ জান্নাতুল ফেরদৌস লাভের জন্য দোয়া করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস করেন।