“পতেঙ্গায় মিশন গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ”

“পতেঙ্গায় মিশন গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ” সবার সুখে হাসব আমি কাদবো সবার দুঃখে

৩১মার্চ, চট্রগ্রাম ৩১মার্চ শুক্রবার, পতেঙ্গায় স্টিল মিল আরাফাত গলি সংলগ্ন এলাকায় মিশন গ্রুপের উদ্যোগে ৪র্থবারের মতো নগরীর ৩৯, ৪০,৪১নং ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের উদ্ধগতির এই সময়, যেখানে তিন বেলা খাবারের খরচ যুগাতে হিমশিম খাচ্ছে নিম্ম বৃত্ত পরিবার গুলো ঠিক সেই সময় মিশন গ্রুপের এ ধরনের সামাজিক কর্মকাণ্ড প্রশংসনীয় বলে মনে করছেন সুশীল সমাজ। বিতরণকৃত ইফতারি সামগ্রীর মধ্যে ছিল চাউল তেল চনা আলু পেঁয়াজ , উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন গ্রুপের ইমরান হোসেন রাব্বি, তানজুম বিনতি নিলিমা, মোঃ আরাফাত, মোঃ নবী,আলম সাকিব, মোঃ শান্ত , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবতাবাদী , মানবাধিকার নেতা মোঃ সিফাত । এসময় মিশন গ্রুপের পরিচালক সদস্য মোঃ ইমরান হোসেন রাব্বি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মিশন গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং অন্যান্য নেতৃবৃন্দরা যেন অসহায়দের পাশে এসে দাঁড়ায়, আসুন আমরা সবাই খুশির ঈদ উদযাপন করি একসাথে,এটাই মিশন গ্রুপের শ্রেষ্ঠতম উদ্যোগ হোক।