অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে

পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মরহূম ইসমাইল স্মৃতি সংসদ এর উদ্যোগে  সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কালে বক্তব্যে: ডা শাহাদাত হোসেন
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, মানুষের স্বাধীনতা স্বাধীনতা নেই। এই মাস স্বাধীনতার মাস। কিন্তু কথা বলার স্বাধীনতা নেই। সত্য প্রকাশ করতে পারবেন না। সত্য বলার কারণে প্রথম আলোর সাংবাদিকদকে জেলে যেতে  হয়েছে। ছাগলের মাংসের দাম বেড়েছে, গরুর মাংসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে,পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তা বলতে পারবেন না। এটা বললেই আপনাকে জেলে যেতে হবে। এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। এটা আমার বেঁচে থাকার অধিকার।আজ এসব কিছু বলতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে।
তিনি আজ ৩১ মার্চ , শুক্রবার, বিকালে ১৮ নং  পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মরহূম ইসমাইল স্মৃতি সংসদ এর উদ্যোগে  সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কালে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হো‌সে‌ন আরও বলেন,
সাংবাদিকরা জনগণ সত্য কিছু বললে  লিখতে পারবে না। সাংবাদিকতার স্বাধীনতা নেই। লিখলেই ডিজিটাল নিরাপত্তা আইনে   মামলা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নেই,  আইনের শাসন নেই, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলায় প্রায়  ৩৫ লক্ষ আসামি করা হয়েছে। ৬০০ জনের অধিক গুম হয়েছে। প্রতিনিয়ত নির্যাতন  নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিচারপতি খাইরুল হক পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাদের ভোটের  অধিকার কেড়ে নিয়েছে। ত্রয়োদশ সংশোধনীতে ফিরিয়ে আনতে হবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  যতদিন পর্যন্ত নির্দলীয়  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে না ততদিন পর্যন্ত  বিএনপি এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা।
বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব
মোঃ মুসার সভাপতিত্বে মরহূম ইসমাইল স্মৃতি সংসদ এর উদ্যোগে  সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায় কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও  নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ,সাবেক উপদেষ্টা হাজী নবাব খান, বিএনপি নেতা মোঃ শাহজাহান, মোহাম্মদ আলমগীর নূর,আব্দুস সবুর, মোহাম্মদ আলমগীর,১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীর, বিএনপি নেতা রৌশঙ্গীর আমিন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম নীরব,মোহাম্মদ জসিম, নগর যুবদলের সহ-সভাপতি মোঃ ইলিয়াস, সম্পাদক আজিজুল হক মাসুম,আসাদুর রহমান টিপু,যুবদল নেতা ফরহাদ, ফারুক, টিপু, জাবেদ, মোক্তার, বাবুল,গাজী শওকত, মাহবুব,মামুন, আলাউদ্দিন প্রমূখ।