বাজার নিয়ন্ত্রণে অভিযানে ৩ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাটহাজারীতে অভিযান পরিচালনা করর ভোক্তা অধিকার আইনে বিভিন্ন ধারায় ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল আড়াইটা থেকে  সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।   উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলমের নেতৃত্বে চালানো অভিযানে এসময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় এবং  সরকার নির্ধারিত মূল্য ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় হাটহাজারীর সরকারহাট বাজারের তিন প্রতিষ্ঠান মালিক যথাক্রমে সুকান্ত দাশ কে ১০ হাজার টাকা,শাহ আলম কে ৫ হাজার টাকা এবং মহিউদ্দিন কে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য পাশ্ববর্তী অন্যান্য দোকানীকে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।