গিনেজ ওয়ার্ল্ড বুকে হাটহাজারীর মেখলের আয়মানের নাম

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ ফুটবল দিয়ে কসরত দেখিয়ে হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নের আয়মান মুহাম্মদ (১৭) গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন। সোমবার বিকালের দিকে আয়মান মুহাম্মদ তার স্বীকৃতি পাওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন। আয়মান উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হাশিমারপুল এলাকার আমান শাহ্ বাড়ির প্রবাসী মো.মুসা’র ২য় পুত্র। বর্তমানে সে পরিবারসহ হাটহাজারী পৌরসদরের শায়েস্তা খাঁ পাড়ার নূর ম্যানসনে বসবাস করছে। Hide quoted text জানা যায়, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতা সম্পর্কে জানার পর থেকে এ নিয়ে চর্চা শুরু করেন আয়মান। এজন্য সে পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহ পেয়েছেন। চার ভাইবোনের মধ্যে আয়মান সবার ছোট। হাটহাজারী সরকারি কলেজের  (বিজ্ঞান বিভাগ) একাদশ শ্রেণীর ছাত্র আয়মান ফুটবল নিয়ে নানান শারীরিক কসরতে বেশ পটু। তার এমন সফলতায় এলাকাবাসীও মহা খুশি। এদিকে সোমবার তার বাসায় গিয়ে জানতে চাইলে আয়মান বলেন, ‘ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস বুকে পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে আমারও রেকর্ড গড়ার ইচ্ছা জাগে। সেই প্রচেষ্টা থেকে এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ৯৩ বার  পায়ের টাচের উপর রাখা। এবং ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ২১২ ও ১১৪ বার টাচ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখাতে সক্ষম হই। এর আগের ১ মিনিটে রেকর্ডটা ছিলো ইন্ডিয়ান ময়ুর মাকওয়ালের এবং ৩০ সেকেন্ডের একটি ছিলো ১০৭ বার বাংলাদেশের ঢাকার  এবং অপরটি ইন্ডিয়ান কুমার টেন্ডির দখলে ৮৮ বার। আয়মান জানান, ‘আমি এখন এই ক্যাটাগরিগুলোতে রেকর্ড হোল্ডার এবং গিনেস রেকর্ড’র স্বীকৃতিপত্রও বুঝে পেয়েছি’। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ মার্চ আয়মান এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন।