সৌদি আরবে বাস দুর্ঘটনায় এখনও ১৭ বাংলাদেশির খোঁজ মেলেনি

সৌদি আরবে বাস দুর্ঘটনায় এখনও ১৭ বাংলাদেশির খোঁজ মেলেনি। জেদ্দায় বাংলাদেশের কনস্যুলার জেনারেল নাজমুল হক ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য দিয়েছেন।

সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এ দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

জেদ্দায় বাংলাদেশের কনস্যুলার জেনারেল নাজমুল জানান, ঐ বাসটিতে ৪৭ যাত্রী ছিল, যাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকী ১৭ জনের কোনো খবর এখনও পায়নি বাংলাদেশ দূতাবাস।

কনস্যুলার জেনারেল নিশ্চিত করেছেন, ওমরাহ যাত্রী পরিবহনের বাসটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়। যেহেতু ১৭ বাংলাদেশির খোঁজ পাওয়া যাচ্ছে না তাই ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারে।

এদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ জন বাংলাদেশি থাকতে পারে।