ব্যারিস্টার মনোয়ারের অভিনন্দন জানাল নোমান আল মাহমুদকে

বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, “আমি চট্টগ্রামকে খুব ভালোবাসি, এখানেই আমার বিশেষ দুর্বলতা। পরিকল্পিত সুন্দর নগরী ও জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ার জন্য আমার সংগ্রাম অব্যাহত থাকবে।”
চট্টগ্রামে ৮ আসনে সাংসদ পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার মনোয়ার হোসেন গতকাল (শনিবার) ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম বিমান বন্দরে শুভেচ্ছা জানাতে আসা গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “মনোনয়ন বিষয়টি খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে দেখি। না পেলেও দেশের জন্য, আগেও করেছি এবং পরেও মানুষের জন্য আছি। দেশের জন্য কাজ করে যাব।”
মনোনয়ন পাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক শাওন ইমতিয়াজসহ  আরো অনেকেই উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যারিস্টার মনোয়ার হোসেন।