স্পিন রাজ্যে গতির বিপ্লব

বাংলাদেশ মানেই স্পিনারদের রাজত্ব। এ দেশে সফরে এলে ইউরোপের দলগুলো স্পিনারদের নিয়ে গবেষণা করেই মাঠে নামে। কারণ তারা ঘূর্ণি বলে দুর্বল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাঘা বাঘা ব্যাটাররা বাংলাদেশের উইকেটে হাঁসফাঁস করে স্পিন আক্রমণের সামনে। কিন্তু ধীরে ধীরে সেই রাজ্যে বিপ্লব ঘটেছে। পেস বোলিং খেলতে পটু আয়ারল্যান্ডকে গতকাল গুঁড়িয়ে দেয় টাইগার পেসাররা। প্রথমবারের মতো কোনো ম্যাচে ১০ উইকেট শিকারের রেকর্ড গড়েছে পেসাররা। বল হাতে তরুণ পেসার হাসান মহমুদ ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট তুলে নেন। এ ছাড়াও অভিজ্ঞ তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। আরেক পেসার ইবাদত হোসেন চৌধুরীর শিকার ২টি।

এর আগে ১২ বার পেসাররা নিয়েছেন ৮ উইকেট। টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারীরা গুঁড়িয়ে যায় ১০২ রানে ২৮.১ ওভারেই। অধিনায়ক তামিম ইকবাল এদিন ৩ পেসারের সঙ্গে ব্যবহার করেন মাত্র দু’জন স্পিনারকে। তবে দু’জনের মধ্যে ছিলেন না দেশসেরা স্পিনার সাকিব আল হাসান। ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা অফস্পিনার এদিন বল করেছেন মাত্র ১ ওভার। এ ছাড়াও আরেক স্পিনার নাসুম আহমেদ হাতে বল পেয়েছেন মাত্র ৩ ওভার। তারা দু’জনই ছিলেন উইকেটশূন্য। গতকাল বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে সাবধানি শুরু ছিল সফরকারী আয়ারল্যান্ডের। ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান। উইকেটের পেছনে মুশফিকুর রহীমকে ক্যাচ দিয়ে ৮ রানে আউট হন স্টেফেন ডোহেনি। আয়ারল্যান্ডের আরেক ওপেনার পল স্টার্লিংকেও হাসানের শিকার। ইনিংসের নবম ও নিজের পঞ্চম ওভারে স্টার্লিংকে ৭ রানে লেগ বিফোর আউট করেন এই তরুণ পেসার। একই ওভারের চতুর্থ বলে রিভিউর সহায়তায় লেগ বিফোরে হ্যারি টেক্টরকে খালি হাতে বিদায় করেন তিনি। হাসানের পেস তোপে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। পাওয়ার প্লে’র শেষ ওভারের দ্বিতীয় বলে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ৬ রানে থামান পেসার তাসকিন আহমেদ। স্লিপে বালবার্নির ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। হাসান-তাসকিনের তোপে ১০ ওভার শেষে আইরিশদের রান ৪ উইকেটে ২৭। এ অবস্থায় জুটি গড়ার চেষ্টা করেন লরকান টাকার-কার্টিস ক্যাম্ফার। তাতে সফলও হন তারা। পঞ্চম উইকেট জুটিতে ৫৭ বলে ৪২ রান যোগ করেন তারা। ১৯তম ওভারে চতুর্থবারের মতো আক্রমণে এসে জোড়া আঘাত হানেন পেসার এবাদত হোসেন। ওভারের শেষ ২ বলে টাকারকে ২৮ রানে ও নতুন ব্যাটার জর্জ ডকরেলকে খালি হাতে শিকার করেন ইবাদত। এতে ৬৮ রানে ৬ উইকেটে পরিণত হয় আয়ারল্যান্ড। ইবাদতের পর ইনিংসের ২২ ও নিজের সপ্তম ওভারে আয়ারল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রিনকে ১ ও তৃতীয় ডেলিভারিতে মার্ক অ্যাডায়ারকে শূন্যতে বিদায় করেন তাসকিন। এমন অবস্থায় ৭৯ রানে ৮ উইকেট হারিয়ে ১শ’র নিচে গুটিয়ে যাবার শংকায় পড়ে আইরিশরা। তবে শেষ ২ উইকেটে ২২ রান তুলে কোনো মতে ১শ’ রান পার করতে সক্ষম হয় সফরকারীরা। আইরিশদের নবম ব্যাটার হিসেবে ক্যাম্পারকেও সাজঘরের পথ দেখান হাসান। ৪টি চারের মারে ৪৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যাম্ফার। আর শেষ ব্যাটার গ্রাহাম হুমকে ৩ রানে লেগ বিফোর আউট করে আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দিয়ে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন হাসান। এটি বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন্ন দলীয় রান আইরিশদের। বল হাতে ইনিংসে ৮ দশমিক ১ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ বা ততধিক উইকেট নিলেন ২৩ বছর বয়সী এই পেসার। টাইগারদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৩তম বোলার হিসেবে এই কৃতী গড়েন তিনি। ওয়ানডে সর্বাধিক পাঁচবার ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ বার করে ৫ উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসান। ওয়ানডে উইকেট শিকারে স্পিনারদের ছাড়িয়ে গেছেন পেসাররা। ৪০৯ ম্যাচে পেসারদের শিকার ১২৯৯ উইকেট। অন্যদিকে একই সমান ম্যাচে স্পিনারদের শিকার ১১৭৩ উইকেট।