রেকর্ডগড়া ১০ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। টাইগারদের অনুসরণ করতেই হয়তো তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে হাসান-তাসকিনদের নৈপুণ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি আইরিশরা। সফরকারীদের মাত্র ১০১ রানে আটকে দেয় টাইগার পেসাররা। স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ইতিহাসে টাইগারদের এটি প্রথম ১০ উইকেটের জয়।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেয়া ১০২ রানের টার্গেট তাড়ায় ওপেনিং জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল ও লিটন দাস। ৩৮ বলে ১০ বাউন্ডারিতে ৫০ হাঁকান লিটন। ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তামিম।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ম্যাথিউ হামফ্রেস। ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে ৩৩৯ রানের টার্গেট দিয়ে ১৮৩ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩৫০ রানের টার্গেট দিয়েছিল টাইগাররা।

তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়। তাই তৃতীয় ওয়ানডেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ।