হালিশহর একাদশের একাডেমি কাপ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি

নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাবের আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ।

ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের বর্ষপূর্তির আয়োজনে সপ্তাহ ব্যাপী ফুটবল উৎসবের ফাইনাল খেলায় অধিনায়ক মোঃ আমীর হোসেনের মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ ২১শে মার্চ মংগলবার বিকেল‌ সিডিএ বালুর মাঠে ট্রাইবেকারে ৪-৩গোলে মরহুম জননেতা শফিউল আলম স্মৃতি সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
নির্ধারিত সময়ের খেলা মাইন ও রবিনের দেয়া ১-১ গোলে ড্র হলে রেফারী মনিরুল ইসলাম মানিক টুর্নামেন্ট এর নিয়ম অনুযায়ী সরাসরি ট্রাইবেকারে ফাইনাল খেলা সম্পন্ন করেন।

সহকারী রেফারি মোঃ ফারুক ও রাহুল।
ক্লাবের ফুটবল উপ-কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ক্রীড়া সংগঠক মোঃ নুরুল আমিন সোহেলের সভাপতিত্বে , ক্লাবের আহ্বায়ক ও টু্র্ণামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক মুঃবাবুল হোসেন বাবলার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর (৩৯,৪০,৪২নং‌ ওয়ার্ড) মিসেস শাহানুর বেগম, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, একাডেমির পরিচালক,প্রাক্তণ ফুটবলার মোঃ আখতার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,প্রাক্তণ ফুটবলার মোঃ লুৎফুর রহমান, ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম রেজা, মোঃ দেলোয়ার হোসেন মুন্না,মোঃ মোশারফ হোসেন,  সাবেক ফুটবলার মোঃ আসলাম, মোঃ আজাদ, মোঃ সোলায়মান, সহকারীকোচ মোঃ মামুন,টিম ম্যানেজার মোঃ আব্দুর রহিম,ক্রিকেট সংগঠক  অভিক, টুর্নামেন্টের সমন্বয়কারী আমীর হোসেন, সদস্য রাহুল, সদস্য রাহাত হাসান,  শাহরিয়ার ইমন , মোঃ রবিন, আরমান প্রমুখ।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাইন উদ্দিন, সেরা গোলদাতা ও উদয়িমান খেলোয়াড় ওয়াহিদ , সেরা কিপার আব্দুল মালেক, ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় আব্দুর নূর পংগু, ক্লাবের সেরা সদস্য মোঃ আইয়ুব  পরিচালক ও সংগঠনক মোঃ আখতার হোসেন এবং প্রবীণ সংগঠক, ফুটবলার হিসেবে সাবেক কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন কে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি মহিলা কাউন্সিলর শাহানুর বেগম বলেন, অত্র এলাকায় একটি স্থায়ী মাঠ তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে উচ্চ মহলে দাবি করবেন।আর কিশোর তরুণ-যুবদের ক্রীড়া চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।