কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে হাটহাজারী উপজেলা আন্ত: স্কুল-কলেজ-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিতর্ক সভায় বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেন বাকশিস এর কেন্দ্রিয় নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী, শিক্ষা চিন্তক, গবেষক ড. শামসুদ্দীন শিশির, শিক্ষক, কবি ও প্রাবন্ধিক ড. শিব প্রসাদ শূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শাহনেওয়াজ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, জিবির সাবেক সদস্য সুলতানুল আলম চৌধুরী, বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক অধ্যাপক শেখ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, যুক্তিনির্ভর সমাজ, রাষ্ট্র এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো গঠনের জন্য সুতার্কিক ও সুষ্ঠু জ্ঞানচর্চার ইতিবাচক হাতিয়ার হচ্ছে বিতর্ক। তিনি আরও বলেন, বিতর্ক চর্চা ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। ১৩ মার্চ থেকে বিতর্ক প্রতিযোগিতা আরম্ভ হয়ে ২১ মার্চ প্রতিযোগিতা সমাপ্ত হয়। এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব. স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা) শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের মোঃ আইনুল ইসলাম। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ এবং রানার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব. স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা) শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী সামিরা জাহান মিলি, সমগ্র বিতর্কের সেরা বিতার্কিক নির্বাচিত হয় ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পাপড়ি নাথ। সমাপনী ভাষণে অধ্যক্ষ কল্যান নাথ, বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ‍মুহাম্মদ আবু ছালেহ্, অধ্যাপক সুমল কান্তি মল্লিক, সিনিয়র প্রভাষক শাহেদা খানম, সঞ্চালক ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সুললিত কান্তি দে, মাল্টিমিডিয়া সহযোগী অধ্যাপক প্রনব কুমার নাথ, প্রভাষক ফয়সাল আন নিজামী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।