মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে রাজীব সরদার হত্যা মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। খালাস দেয়া হয়েছে চারজনকে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় আসামি ছিলেন ৩৬ জন। এর মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছয়জনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১লা সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজীব। পৌরসভার হরিকুমারিয়া এলাকায় পৌঁছালে পূর্ববিরোধের জেরে রাজীবকে কুপিয়ে ফেলে যান আসামিরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। ঘটনার তিন দিন পর তার মামা আলী হাওলাদার হত্যা মামলা করেন। এতে ৪৭ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেন।