নিজেকে মিস্টার বিনের ক্ষুদ্র অংশ মনে করি

বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন তথা মিস্টার বিনকে কে না চেনে। তবে বাংলাদেশের পাবনা জেলার তরুণ রাশেদ শিকদার অনুকরণ করে নিজেকেও প্রায় গড়ে তুলেছেন তারই অবয়বে। মূলত জাদুশিল্পী হলেও রাশেদ মিস্টার বিনের আদলে অভিনয় করেও মানুষকে আনন্দ দেন। হাতে মিস্টার বিনের পুতুল আর তার মতো পোশাক জড়িয়ে বাইরে বের হলেই বোঝার উপায় নেই তার আসল পরিচয়। হঠাৎ করে মনে হবে মিস্টার বিন-ই যাচ্ছেন! মানবজমিন-এর সঙ্গে আলাপকালে নিজের ক্যারিয়ার এবং ব্যস্ততা প্রসঙ্গে জানান তিনি। বর্তমানে বিভিন্ন স্থানে জাদু শো এবং অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। তার মিস্টার বিনের মতো হয়ে ওঠার গল্প জানতে চাইলে রাশেদ বলেন, ছোটবেলা থেকে অভিনয় করতে আমার ভালো লাগতো। আর চেহারা তো আল্লাহ্র দান। আমার চেহারা কিছুটা মিস্টার বিনের মতো। তাই আমিও সেভাবে নিজেকে তৈরি করেছি।

আর নিজেকে আমি মিস্টার বিনের খুব ক্ষুদ্র অংশ মনে করি। দর্শকরা আমাকে তার মতো ভেবে আনন্দ পায় যা আমার কাছে বড় পাওয়া।
রাশেদ শিকদার আরও বলেন, আমার প্রথম পেশা হলো জাদু। আমি দেশের বিভিন্ন স্থানে জাদু দেখানোর মাধ্যমে মানুষকে বিনোদন দিয়ে আসছি। আর ইতিমধ্যে আমি দু’টি টিভি নাটকে অভিনয় করেছি। সামনের ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করার কথা রয়েছে। এই নাটকগুলো প্রকাশ্যে আসলে অবশ্যই দর্শক দেখে আনন্দ পাবেন বলেই আমার বিশ্বাস।