চবিতে ‘শুদ্ধাচার’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘শুদ্ধাচার’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ২০ মার্চ ২০২৩ সকাল ১০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসব ড. মোহাম্মদ আল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকদ্বয় ড. কমল দে এবং ড. তানজিনা শারমিন নিপুন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে কর্মশালায় অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, কর্মক্ষেত্রের জন্য শুদ্ধাচার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি যথাযথভাবে প্রতিপালন করলে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, ‘আমরা সকলেই প্রতিষ্ঠানের কল্যাণে নিয়োজিত আছি’। তাই এ বিষয়টিকে মাথায় রেখে প্রত্যেককে স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের জন্য মাননীয় উপাচার্য আহবান জানান।
কর্মশালায় চবি’র বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।