বাজার মনিটরিং এ ব্যর্থতার কারণে রোজার আগে নিত্যপ্রয়োজনীয়  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাজার মনিটরিং এ ব্যর্থতার কারণে রোজার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। যথাযথ ভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি মুনাফার লোভে আজ প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি করেছে। সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই।  সরকার ও সরকারদলীয় লোকজন  দুর্নীতি ও লুটপাটে দেশের বেহাল অবস্থা। একদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি দেশের অন্যদিকে সরকারের মামলা, হামলা,জুলুম, নির্যাতনের শেষ নেই। আইনজীবীরাও এই সরকারের মামলা  থেকে রেহাই পাচ্ছে না।সুপ্রিম কোর্ট বার নির্বাচনও এই সরকার আরেকটি ইতিহাস সৃষ্টি করেছে। দুই দিনের ভোট এক দিনই ব্যালট বক্স ভর্তি করেছে। তিনি আজ ২০ মার্চ , সোমবার, বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের ১৫ টি থানার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। প্রতিটি থানায় থানায় কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে ।আন্দোলনের মাধ্যমে  সরকারের পতন ঘটাতে হবে। শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন সরকারকে বাধ্য করতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠিত করতে হবে। ভোটাধিকার রক্ষার সংগ্রামের জাতীয়তাবাদী সিএনজি চালক দলের নেতৃবৃন্দদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার ভোট আপনাকে দিতে হবে। ভোটাধিকার  সাংবিধানিক অধিকার। ভোটারাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে আপনাদের থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কার  বলেন,এই সরকারের সময় শেষ হয়ে এসেছে।  চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা চালকদের নেতৃবৃন্দদেরকে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সরকারের জুলুম—নির্যাতনের সাধারণ মানুষ অতিষ্ঠিত। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পিছনে যাওয়ার সুযোগ নেই। আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা কত হবে।

চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর   চালক দল নেতা মোঃ রাকিব, মোঃ নুরনবী,  মোঃ কবির, মোঃ খোকন,মোঃ বেলাল,মোঃ মহসিন, মোঃ আলমগীর, মোঃ শাহিন, মোঃ জামাল, মোঃ জহির, মোঃকাজল, সিএনজি চালক দল থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোঃমহরম, মোঃ রফি, মোঃ শওকত, মোঃ মামুন, মোঃ আলী, মোঃনুরুল আলম, মোঃ সেলিম, মোঃ জাকির প্রমুখ নেতৃবৃন্দ।