শিক্ষার্থীদেরকে স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও বার্ষিক পুরষ্কার বিতরণে অনুষ্ঠানে বক্তারা

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা উৎসব, বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ানের সভাপতিত্বে গত ১৮ ই মার্চ সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। সম্মানিত অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার, ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সুভাষ দাশ, বিদ্যালয়ের রেক্টর শিক্ষক প্রাক্তন ছাত্র শশীভূষণ বড়ুয়া, রেইছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দাশ, বিশিষ্ট ব্যাংকার আজিজুল হক, ইউনিফিল গ্রæপের নির্বাহী পরিচালক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রোকন উজ-জামান, প্রাক্তন ছাত্র প্রভাব কুমার দাশ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান জনি, ঢেমশা ইউপি সদস্য পলাশ সেন, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মোহাম্মদ আলী এমরান, প্রাক্তন ছাত্র রতন দাশ, মোজাফফর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য পিযুশ দাশ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাসেদুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢেমশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোধিরতন বড়ুয়া, মিসেস অঞ্জুশ্রী হোড়, সুকান্ত বিকাশ ধর, মিসেস অঞ্জু রানী নন্দী, রনজিত কুমার বড়ুয়া, নিপু রানী দাশ, মোঃ জসিম উদ্দীন, সামীমা আকতার, সহ শিক্ষক সুমন রায়, মুহাম্মদ মহিউদ্দীন, জাসেদুল আলম, সহ শিক্ষক লাইব্রেরীয়ান শিক্ষক নজরুল ইসলাম, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা বড়ুয়া, বানী প্রভা বড়ুয়া, শান্তা ইসলাম, মিন্টু বিশ্বাস, সুমন দাশ, ছাবেরাতুল ওয়াছেকা, নাজমা পারভীন প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট লোক বাউল শিল্পী মানস পাল চৌধুরী, সঙ্গীতশিল্পী আঁকা, ফৌজিয়া রহমান, দিল আফরোজা, যন্ত্র সঙ্গীতে তপন আচার্য্য, রতন চক্রবর্তী, সহদেব, শাহজাহান মিয়া, মোঃ বেলাল প্রমুখ সভায় সভার মুখ্য আলোচক তার বক্তব্যে আজকের দিনের শিক্ষার্থীদেরই উপর আমাদের দেশের ভবিষ্যত নির্ভরশীল। তিনি বলেন দেশের মেধাবী শিক্ষার্থীরা কঠিন সংগ্রামের মধ্য দিয়েই গ্রাম থেকেই দেশের অনেক মানুষ নিজ নিজ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। টুঙ্গীপাড়ার একটি গ্রামের সন্তান খোকা তার সংগ্রাম ও সাহসী দেশপ্রেমের কারণে একটি স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমরা এমন জাতি ভাষার জন্য পৃথিবীতে একমাত্র রক্ত দিয়েছি। মাতৃভাষা ছাড়া আমাদের অন্য সাফল্য অর্জন সম্ভব না। মাতৃভাষাকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি অত্রএলাকার কৃতী সন্তান শহীদ মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীর প্রতিও বিন¤্র শ্রদ্ধা জানান। তিনি বলেন বঙ্গবন্ধু আমাদের কাছে একটি আদর্শের বটবৃক্ষ ও দেশপ্রেমের মহান শিক্ষক হিসেবে সবসময় উজ্জীবিত করবে। তিনি বলেন শিক্ষা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণিত করে। শিক্ষাবিহীন আমাদেরকে বিশ্ব প্রতিযোগিতায় ঠিকে থাকা সম্ভব নয়। শিক্ষার্থীদেরকে বহুমুখী জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেব সুপ্রতিষ্ঠিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নীতি নৈতিকতা ও আদর্শ মানুষ হওয়ার আহবান জানান। সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বঙ্গবন্ধু একজনমহান দার্শনিক। যার দুরদর্শী ও ঐকান্তিক নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন আজকের যারা তোমরা শিক্ষার্থী এক সময় তোমারায় দেশের নানা জায়গায় নেতৃত্ব দিবে। দেশের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন প্রতিটি শিক্ষার্থীকে গভীর দেশপ্রেম, মহানুভবতা, সততা, নিষ্ঠার মাধ্যমে নিজেদেরকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলার ব্রতী থাকতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুশৃঙ্খলতার জন্য ধন্যবাদ জানান। শিক্ষার্থীদেরকে গভীর মনোযোগে নিজেদের শিক্ষাজীবন সাফল্যের সাথে শেষ করে দেশমাতৃকার জন্য কাজ করার আহবান জানান। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার গুরুত্বারোপ করেন। সভার সভাপতি তার বক্তব্যে বলেন এ মাসটি বাঙালী জাতির ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল মাস। এ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু যেমন নিয়েছিলেন অনুরুপ এ মাসেই আমরা আমাদের কাঙ্খিত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। মুলত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালী সেদিন মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত দিক নির্দেশনা পেয়েছিল। তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে অধিকতর জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। দেশের অগ্রযাত্রায় সকলকে কাজ করার আহবান জানান। সভা শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।