লাকী আখন্দের জন্মদিনে গুগলের শুভেচ্ছা

বাংলাদেশের কিংবদন্তী শিল্পী লাকী আখন্দের জন্মদিনে বিশেষ ডুডলে শুভেচ্ছা জানিয়েছে সার্চ জায়ান্ট গুগল।

ডুডলে তার একটি গিটার হাতে স্কেচ ছবি দিয়ে এই শুভেচ্ছা জানিয়েছে গুগল। যেখানে ক্লিক করলে লাকী আখন্দ সম্পর্কে সব তথ্য জানা যাবে।

৭ জুন লাকী আখন্দের ৬৩তম জন্মদিন। এই কিংবদন্তী শিল্পী ৬০ বছর বয়েসে ২০১৭ সালের ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন।

জীবদ্দশায় অনেক জনপ্রিয় গান করেছেন লাকী আখন্দ। শুধু শিল্পীই ছিলেন না তিনি। এর পাশাপাশি একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালকও ছিলেন। অভিনয় করেছেন একটি সিনেমাতেও।

১৯৮৪ সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ পায়। যার নামই ছিল ‘লাকী আখান্দ’।

১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন লাকী আখন্দ। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, আমায় ডেকো না, এই নীল মণিহার, আবার এলো যে সন্ধ্যাসহ আরও অনেক গান।