ডিসপ্লে ক্যামেরা আনছে অপ্পো

প্রযুক্তির পরিবর্তনে এবার ডিসপ্লের ভিতর বা আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো।

প্রতিষ্ঠানটির এমনটি একটি স্মার্টফোনের ভিডিও দেখা গেছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে।

তবে প্রযুক্তিটি সম্পর্কে খুব বেশি কিছু জানায়নি। ভিডিও দেখে জানা যায়, স্মার্টফোনটির পর্দায় রয়েছে নচ, টিয়ার ড্রপ, হোল পাঞ্চ বা পপ-আপ ছাড়াই পর্দার নিচ থেকে কাজ করছে ক্যামেরা। ফলে কোনো বাধা ছাড়াই কাজ করছে এজ-টু-এজ পর্দা।

পর্দার নিচে ক্যামেরাযুক্ত স্মার্টফোন দেখতে পাবার কথা কয়েকদিন আগে থেকেই ধারণা করা হচ্ছিল। সেটা এবার দেখা গেলো অপ্পোর মাধ্যমে।

ভিডিওটি প্রথম চীনা সামাজিক মাধ্যম উইবোতে অপ্পোর ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন পোস্ট করেন বলে জানা যায়।

শেন বলেন, এখন এসে সাধারণ ক্যামেরার মানের সঙ্গে পর্দার নিচের ক্যামেরার মান মেলানোটা কষ্টকর। অবশ্যই অপটিকাল মান কিছুটা কমে যাবে। কিন্তু কোনো প্রযুক্তিই প্রথমে নিখুঁত হয় না বলে দাবি তার।

অপ্পো অবশ্য সর্বোচ্চ চেষ্টা করেছে ক্যামেরার মান উন্নত করার। কতটুকু উন্নত হবে সেটা এখনো বলা যাচ্ছে না। কবে নাগাদ ফোনটি বাজারে ছাড়া হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।