আগুনে রক্ষা করবে ড্রোন

আগুনে আটকে পড়াদের উদ্ধারে শূন্যে তারের জালও পাতবে ড্রোনটি। বিপদগ্রস্তরা জালে লাফিয়ে পড়লে তাদের নিরাপদে নীচে নামিয়ে আনা হবে।

ড্রোন প্রযুক্তিকে বেশি করে মানুষের কল্যাণে কাজে লাগাতে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। কয়েকটি ক্ষেত্রে সফলতাও এসেছে। আগুনে উদ্ধারকাজে এমনই একটি উদ্ভাবনের খবর এসেছে চীন থেকে।

এবার চীনা ছাত্ররা এমন ড্রোনের নকশা করেছেন, যা উঁচু ভবনে আগুন লাগলে সেখানে আটকে পড়াদের উদ্ধার করবে।

ড্রোনটি ব্যবহারে ভবিষ্যতে শহরাঞ্চলে আগুনে হতাহতের ঘটনা অনেক কমিয়ে আনা যাবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তুতকারকরা জানিয়েছেন, ড্রোনটিতে রয়েছে চারটি শক্তিশালী রোটর ব্লেড। এর মাধ্যমে শূন্যে ভারসাম্য থাকতে পারবে।

চীনের স্কুল অব ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টস এবং গুয়াংডং পলিটেকনিক ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রের তৈরি করা ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘নেট গার্ড ড্রোন’।

নিজে নিজে উড়তে পাড়ার ক্ষমতাসহ এতে রয়েছে জিপিআরএস ট্র্যাকার। এর মাধ্যমে দূরে কোথাও আগুন লাগলে ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবেই তা খুঁজে বের করতে পারবে।

পরে নির্ভুল লোকেশনে গিয়ে আটকে পড়াদের কাছে সংকেত পাঠাবে এবং উদ্ধার করবে।

প্রস্তুতকারকরা আরও জানান, পলিইউরিথিন নামের বিশেষ তন্তু দিয়ে জালটি তৈরি করা হয়েছে। এটি এতই শক্ত যে অনায়াসে একজন পূর্ণবয়স্ক মানুষের ভার বহন করতে পারবে।

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্ভাবন ইতিমধ্যেই বিজ্ঞানী মহলে প্রশংসা কুড়িয়েছে। গোল্ডেন পিন কনসেপ্ট ডিজাইন অ্যাওয়ার্ডও জিতেছে প্রকল্পটি।