নিখোঁজের চারদিন পর শৌচাগারের নালায় গৃহবধূর মরদেহ মিলেছে

রাউজানে নিখোঁজের চারদিন পর রোকসানা আকতার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ মিলেছে শৌচাগারের নালায়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়া গ্রামে শৌচাগারের নালা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

শুক্রবার (২ ডিসেম্বর) মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের মুহাম্মদ আজমের স্ত্রী।
এর আগে রোববার সকালে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন রোকসানা আকতার। এ ঘটনায় সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজম।

রোকসানার বোন তাহমিনা আকতার বলেন, আমার বোনের স্বামীর মালিকানাধীন ২০ লাখ টাকার জমি সম্প্রতি বিক্রি করে দেন তাঁর মামা ইসহাক ইউসুফ। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এ ঘটনা নিয়েই আমার বোনকে হত্যা করা হতে পারে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গৃহবধূকে হত্যা করে মরদেহ গুম করার জন্য বাড়ির পেছনে শৌচাগারের নালার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।