পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনোত্তর শপথ গ্রহন

বন্দর নগরী চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনোত্তর শপথ গ্রহন সম্পন্ন। ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এই শপথ গ্রহণ সীবিচ ট্যুরিষ্ট পুলিশ অফিসের সামনে অনুষ্ঠিত হয় । শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী কাউন্সিলর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৪১ নং ওয়ার্ড। পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমিতির সভাপতি ওয়াহিদুল আলম মাষ্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঈনুল হোসেন এর সন্ঞলনায় প্রধান বক্তা ছিলেন, শাহানুর বেগম কাউন্সিলর ৩৯,৪০,৪১ ওয়ার্ড। বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক ইসরাফিল আলম। বিশেষ অতিথি, ওয়াহিদুল আলম চৌধুরী, সভাপতি পতেঙ্গা সী বীচ কমিউনিটি পুলিশ। আরো উপস্থিত ছিলেন, নবী হোসেন সভাপতি ফুলছড়ি পাড়া জামে মসজিদ। হাজী জয়নাল আবেদীন সভাপতি পতেঙ্গা সী বীচ স্পীড বোট মালিক সমিতি। মোরশেদ আলম স্পীড বোট মালিক সমিতির সহ-সভাপতি । মুসা আলম সাধারণ সম্পাদক সী-বীচ স্পীড বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক। শেখ আহম্মদ, উপদেষ্টা পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমিতি। শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি বলেন, সমিতির ঐক্যর মাধ্যমে সব অধিকার আদায় করা সম্ভব। পুর্নবাসন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সুপারিশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী পর্যটন খাতে ব্যপক উন্নয়ন করেছেন। পতেঙ্গা সমুদ্র সৈকত তার মধ্যে এক অনন্য। সকল দোকানদারদের সমিতির অন্তর্ভুক্ত হওয়ার আহবান করেন। বক্তারা বলেন, পর্যটক রা যাতে কোন ধরণের হয়রানি না হয় সেইদিকে যেন নজর রাখতে হবে। খাবারে মান, দোকানের চারপাশে যেন পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান করেন । শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শপথ অনুষ্ঠান শেষ হয়।